গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
০২ এপ্রিল, ২০২৩
গোমস্তাপুরে শুটারগানসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দেশীয় শুটারগানসহ জুবায়ের (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে গোমস্তাপুর থানার পুলিশ রহনপুর কেডিসিপাড়ায় অভিযান চালানো হয়। পরে অভিযান চালিয়ে জুবায়ের নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি দেশীয় শুটারগান জব্দ করা হয়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গোমস্তাপুর থানার পুলিশের একটি দল শুক্রবার রাতে কেডিসিপাড়ায় অভিযান চালিয়ে জুবায়েরকে দেশীয় শুটারগানসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
পিডিএস/মীর
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন