ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

  ০২ এপ্রিল, ২০২৩

ঝড়ে ভাঙা বঙ্গবন্ধু কর্নার পরিদর্শনে আসেনি কেউ

টাঙ্গাইলের মধুপুরের শোলাকুড়ী উচ্চবিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নার ও পাঠাগারের ওপরে আমগাছ পড়ে ঘরটি ভেঙে গেছে। ঘরটি ভেঙে যাওয়ার তিন দিন পার হলেও পরিদর্শনে আসেননি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কেউ।

বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান কণা ও ঝিমি আক্তারসহ আরো কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জানায়, বুধবার (২৯ মার্চ) ভোরে সরকারি বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নার ও পাঠাগার ভেঙে যাওয়ার দুই দিন পার হলেও উপজেলা প্রশাসন জানার পরও কেউ দেখতে আসেনি। তাই আমরা বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নার ও পাঠাগারটি মেরামতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহেল আরমান জানান, ঘরটি ভেঙে যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু কর্নার ও পাঠাগারের বই পড়তে পারছে না। এতে শিক্ষার্থীদের মেধা বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। বিদ্যালয়ের পাশের একটি বিশাল বড় আমগাছ ঝড়ে ভেঙে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ঘরটি। শিক্ষার্থীরা বঙ্গবন্ধু কর্নার ও পাঠাগার থেকে জ্ঞান আহরণ থেকে বঞ্চিত হচ্ছে।

বিদ্যালয়ের সভাপতি শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী জানান, ঝড়ে বঙ্গবন্ধু কর্নার ও পাঠাগার ভেঙে যাওয়ার বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করা হয়েছে। ঘরটির মারাত্মকভাবে ক্ষতি হয়েছে।

মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশীদ জানান, প্রতিষ্ঠানের শিক্ষকদের ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের ছবি ও প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধনবাড়ী,বঙ্গবন্ধু কর্নার,পরিদর্শন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close