যশোর প্রতিনিধি
যশোর রোড ছয় লেন করার দাবি

দুই পাশের গাছ অপসারণ করে যশোর-বেনাপোল মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন সংগঠনের নেতারা। শনিবার প্রেসক্লাব যশোরের সামনে বঙ্গবন্ধু মুজিবুর রহমান সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।
বাংলাদেশ-ভারত যৌথ বাণিজ্য কমিটির পরিচালক ও সারথি এন্টারপ্রাইজের সিইও মতিয়ার রহমান মানববন্ধনে সভাপতিত্ব করেন। পদ্মা সেতুর পূর্ণাঙ্গ সুফল পেতে হলে ফরিদপুরের ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত মহাসড়ক ৬ লেন করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা।
বক্তারা বলেন, দেশের সর্ব বৃহৎ স্থলবন্দর বেনাপোলের সঙ্গে সংযোগ স্থাপনকারী প্রস্তাবিত এশিয়ান হাইওয়ের অংশ যশোর-বেনাপোল মহাসড়ক। এই মহাসড়কের দুপাশে দুইশ বছরের পুরনো গাছগুলো এখন মৃতপ্রায়। ঝড়-বাতাসে এই মরা গাছ ভেঙে পড়ে জান-মালের ক্ষয়ক্ষতি করছে। এ ছাড়া এই গাছের কারণে মহাসড়কটিকে ছয় লেনে উন্নীত করা সম্ভব হচ্ছে না।
নাগরিক অধিকার আন্দোলনের কার্যকরী কমিটির সদস্য আহসানউল্লাাহ ময়নার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, যশোর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ, সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু।
আরও বক্তব্য দেন যশোর হ্যাচারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ গোলদার, নাগরিক অধিকার আন্দোলন যশোরের সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, কার্যকরী সদস্য বীরমুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেন বাবু, ডা. আব্দুল¬াহ, রাঙা প্রভাত সংগঠনের উপদেষ্টা শরিফ মাসুদ হিমেল প্রমুখ।
পিডিএস/মীর