ধামরাই (ঢাকা) প্রতিনিধি
সাংবাদিক শামসের মুক্তি চেয়ে মানববন্ধন

প্রথম আলো প্রত্রিকার নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তির দাবি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ধামরাই প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সম্পাদক মো. ইকবাল হোসেন, ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন, সাংবাদিক মুমিনুর রহমান মনিন, ধামরাই প্রেসক্লাবের যুগ্মণ্ডসাধারণ সম্পাদক মো. ওয়াসিম হোসেন, সাংবাদিক আজাহারুল ইসলাম রাজু, আব্দুর রউফ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শামসের মুক্তিসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা মামলাসহ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকরা সন্ত্রাসী নয়। তাহলে তাদের কেন রাঁতের আঁধারে তুলে নেওয়া হলো। আমরা এর তীব্র নিন্দা জানায়।
পিডিএস/মীর