সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল, ২০২৩
সিরাজগঞ্জে হেরোইনসহ মা-মেয়ে গ্রেপ্তার

সিরাজগঞ্জে মাদক কারবারি মা-মেয়েকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬৩ গ্রাম হেরোইন ও পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলো রাজশাহীর গোদাগাড়ী থানার বিদিরপুর বারমাইল গ্রামের মো. ইমরান আলীর স্ত্রী শেফালী বেগম (৫০), মেয়ে জেসমিন আক্তার সুরভী (২২)।
সিরাজগঞ্জ র্যাব-১২-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করাসহ জব্দ করা আলামতসহ সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
পিডিএস/মীর
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন