আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর)

  ০১ এপ্রিল, ২০২৩

পার্বতীপুরে জীর্ণ ভবনে ভূমি অফিস

ছবি : প্রতিদিনের সংবাদ

পুরাতন ও জরাজীর্ণ ভবনে চলছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম। পাশাপাশি রয়েছে জনবল সংকট এবং অব্যবস্থাপনা। অফিস কক্ষের ফার্নিচার, প্রয়োজনীয় ইলেকট্রিক সরঞ্জাম নেই। অগোছালো অবস্থায় পড়ে আছে রেকর্ড রুম ও মূল্যবান কাগজপত্র।

এ বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, ২০২১-২২ অর্থ বছরে অফিস সংস্কার ও শূন্য পদে জনবল চেয়ে ভূমি সংস্কার বোর্ডে ইতোমধ্যে চাহিদা দেওয়া হয়েছে। অফিসটি সংস্কার হলে সেবার মান বৃদ্ধি পাবে।

সরেজমিন দেখা গেছে, ভূমি অফিসে রয়েছে তিনটি কক্ষ। ব্রিটিশ আমলে নির্মিত ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ধরে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে সেবার মান। বিনষ্ট হয়ে গেছে দেয়ালের রং। খসে গেছে চারপাশের পলেস্তরা। টিনের ছাউনিতে মরিচা ধরে বৃষ্টির পানি পড়ার উপক্রম হয়েছে।

অনলাইন ভূমি উন্নয়ন কর, খাজনা খারিজ নামজারি প্রস্তাব, অভিযোগের তদন্ত প্রতিবেদন, এপি ভিপি ব্যবস্থাপনা, সরকারি সম্পত্তি সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা, অনলাইন পরামর্শ সেবাসহ নানা সেবামূলক কাজের সরকারি এ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি দেখলে মনে হয় না এটি কোনো অফিস। অফিস স্টাফ পাঁচজনের মধ্যে আছেন তিনজন। ১০ বছর ধরে শূন্য রয়েছে ইউনিয়ন ভূমি উপ- সহকারী পদটি। দীর্ঘদিন ধরে নেই অফিস কম্পিউটার অপারেটর। এ পদে মাস্টার রোলে কাজ করছেন একজন। সেখানে সংকট রয়েছে পর্যাপ্ত ইলেকট্রিক যন্ত্রাংশের। যান্ত্রিক ত্রুটির কারণে কোনো একটি যন্ত্র বিকল হলে সেটি মেরামত বিলম্ব হওয়ায় কমে যাচ্ছে ডিজিটাল সেবার মান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পার্বতীপুর,জীর্র্ণ ভবন,ভূমি অফিস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close