সিরাজগঞ্জ প্রতিনিধি
হাজী সাত্তারের উদ্যোগ সাশ্রয়ী মূল্যে মাংস দুধ বিক্রি

সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও সাবেক পৌর কাউন্সিলর, দানবীর হাজী মো. আব্দুস সাত্তার এ বছর পবিত্র মাহে রমযান উপলক্ষে বেশ কিছু মহতী উদ্যোগ নিয়েছেন। রমজান শুরুর পর থেকে হাজী মো. আব্দুস সাত্তার তার নিজ উদ্যোগে শহরের ধানবান্ধিস্থ শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর পার্কের সামনে সব শ্রেণির মানুষের জন্য প্রতিদিন সাশ্রয়ী মূল্যে মাংস ও দুধ বিক্রি করছেন। সেখানে সোনালী মুরগি ২৯০ টাকা দরে, গরুর খাঁটি দুধ ৬০ টাকা লিটার দরে বিক্রি করছেন। এ ছাড়া সাপ্তাহে প্রতি শুক্রবার গরুর মাংস বিক্রি করছেন ৫৫০ টাকা কেজি দরে।
যেখানে বাজারে সোনালী মুরগির দাম ৩৬০ থেকে ৩৭০ টাকা, গরুর মাংসের বাজার দর ৭০০ থেকে ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। শুক্রবার রাসেল পার্ক এলাকায় গেলে দেখা যায় বিপুলসংখ্যক মানুষ সেখানে আসেন মুরগি ও গরুর মাংস ও দুধ কিনতে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে হাজি সাত্তারের এই প্রসংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।
মাংস কিনতে আসা ধানবান্ধি মহল্লার আসাদ আলী জানান, আমাদের মতো সাধারণ মানুষের এত দামে মাংস কিনে খাওয়া কষ্টের ব্যাপার। সাত্তার ভাইয়ের এই উদ্যোগ খুব ভালো হয়েছে। তার এমন উদ্যোগের কারণেই আমাদের মতো মানুষ কিছু খেতে পারছি।
এ বিষয়ে হাজি সাত্তার জানান, মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই রোজার মধ্যে আমার এই উদ্যোগ। আমার এই ব্যবস্থায় মানুষের কিছুটা উপকার হলেও আমি খুশি। তিনি আরো জানান, আগামী ১ সপ্তাহের মধ্যে ২০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।