পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
৩১ মার্চ, ২০২৩
পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

ছবি : প্রতিদিনের সংবাদ।
চট্টগ্রামের পটিয়ায় নিজের বাড়িতে কাজ করার সময়ে রাজিব তালুকদার (৩০) নামে একজনের মৃত্যুর হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার হাইদগাঁও ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির জহুর তালুকদারের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাজিব তালুকদার ওই বাড়ির জহুর তালুকদারের একমাত্র ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাজিব বাড়িতে বিদ্যুতের সুইচ মেরামত করছিল। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে মুমূর্ষু অবস্থায় পটিয়া হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
পিডিএস/এএমকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন