কুমিল্লা প্রতিনিধি

  ৩১ মার্চ, ২০২৩

কুমিল্লায় অস্ত্রগুলিসহ গ্রেপ্তার ২১ মামলার আসামি মনির

প্রতীকী ছবি

কুমিল্লার বরুড়ায় দেশীয় অস্ত্র ও গুলিসহ মনির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২১টি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) উপজেলার চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের কাছে গ্রেপ্তার ব্যক্তি ‘মনির ডাকাত’ নামে পরিচিত। গতকাল শুক্রবার সকালে তার বিরুদ্ধে অস্ত্র আইনে বরুড়া থানায় একটি মামলা করে পুলিশ। মনির হোসেন ওরফে মনির ডাকাত উপজেলার ঝলম গ্রামের বাসিন্দা।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেনের নেতৃত্বে চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া সেতু এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় দেশীয় তৈরি একটি পাইপগান ও গুলিসহ মনিরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করেন পুলিশ।

বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন জানান, গ্রেপ্তার হওয়া মনিরের বিরুদ্ধে ডাকাতি, সন্ত্রাস, দস্যুতা, মাদকসহ বিভিন্ন অপরাধের ২১টি মামলা রয়েছে। তার গ্রেপ্তারের খবরে ঝলম ও চিতড্ডা ইউনিয়নের বাসিন্দাদের স্বস্তি ফিরেছে। সন্ত্রাসীদের ধরতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুমিল্লা,আসামি মনির,অস্ত্রগুলিসহ গ্রেপ্তার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close