চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ৩১ মার্চ, ২০২৩

ঋণের টাকা নিয়ে জামাই লাপাত্তা, শাশুড়ির আত্মহত্যা

এনজিওর পাওনা টাকা দিতে না পারায় আত্মহত্যা করেন শাশুড়ি সাকেরা। প্রতীকী ছবি

আপন মেয়ের জামাইকে এনজিও থেকে ঋণ তুলে দিয়েছিলেন সাকেরা। কথা ছিল এনজিওর পাওনা টাকা জামাই শোধ করবেন। কিন্তু টাকা শোধ করার বদলে পালিয়ে যান তিনি। এদিকে এনজিওর পাওনা টাকা দিতে না পারায় আত্মহত্যা করেন সাকেরা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে সাকেরা তার বাড়ির গোয়াল ঘরের তীরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিলপাড়া গ্রামের এত্তাজ আলীর স্ত্রী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, সাকেরা তার আপন মেয়ের জামাইকে কয়েকটি এনজিও থেকে ঋণ তুলে দিয়েছিলেন। এনজিওর ঋণের টাকা যথাসময়ে দেবেন বলে কথা দিয়েছিলেন তার জামাই। কিন্তু সাকেরার জামাই কথা না রেখে পালিয়ে যান। এনজিও থেকে তোলা ঋণের টাকাগুলো শোধ করতে না পারায় বাড়ির গোয়াল ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সাকেরা।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি সাজ্জাদ।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাঁপাইনবাবগঞ্জ,ঋণ,আত্মহত্যা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close