চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
২৯ মার্চ, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ছবি : প্রতিদিনের সংবাদ।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকালে উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ি রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ওই নারীর পরিচয় শনাক্তে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইন পারাপারের সময় রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনে কাটা পড়েন ওই নারী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা কেউ তার পরিচয় বলতে পারছেন না।
রেলওয়ে আমনুরা স্টেশনের উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি। তার পরিচয় শনাক্তে কাজ করছে রেল পুলিশ।
মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পিডিএস/এএমকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন