পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :
২৫ মার্চ, ২০২৩
পেকুয়ায় ৫ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ।
কক্সবাজারের পেকুয়ায় কবির আহমদ চৌধুরী বাজারে (পেকুয়া বাজার) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেয়া হয়েছে। শনিবার (২৫ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না রাখা, দ্রব্যমূল্যের অতিরিক্ত দামের জন্য বিভিন্ন মুদির দোকান, খাবার হোটেল, মাছের বাজার, তরকারি ও ফলের দোকানে অভিযান পরিচালনা করে ৫টি মামলায় ৫২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন পেকুয়া থানা পুলিশের চৌকস সদস্যবৃন্দ। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশন (ভূমি) জাহিদুল ইসলাম জানান, জনস্বার্থ ও জনসচেতনার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পিডিএস/এএমকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন