এস এম হোসেন রানা, ইসলামপুর (জামালপুর)

  ২৫ মার্চ, ২০২৩

ইসলামপুরে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ 

জামালপুরে ইসলামপুর উপজেলা পরিষদ কার্যালয়ের হলরুমে শনিবার প্রধানমন্ত্রীর অনুদানের অর্থের চেক দুঃস্থদের মাঝে বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। ছবি : এস এম হোসেন রানা

জামালপুরের ইসলামপুরে প্রধানমন্ত্রীর অনুদানের অর্থের চেক দুঃস্থদের মাঝে বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।শনিবার (২৫ মার্চ) দুপুরে ইসলামপুর উপজেলা পরিষদ কার্যালয়ের হলরুমে ৫৩ জন দরিদ্রের মাঝে তিনি ২৪ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, যারা অসুস্থ আছেন, তাদের ভুলে যাননি প্রধানমন্ত্রী, সহযোগিতা অব্যাহত রেখেছেন। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ নানাভাবে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন। যেন দেশের কোনো মানুষ কষ্টে না থাকে সেই চিন্তা প্রতিনিয়তই করেন প্রধানমন্ত্রী। আমার এলাকায় যা চেয়েছি তিনি না করেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের, ভাইস চেয়ারম্যান আ. খালেক আখন্দ, রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেছ, হাবিবুর রহমান চৌধুরী, চেয়ারম্যান রোমান হাসান, আনিছুর রহমান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অফিসার্স ক্লাব মাঠে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আনুষ্ঠানিকভাবে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ১৭ জন জেলেকে বকনা বাছুর দেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসলামপুর,প্রধানমন্ত্রীর অনুদান,চেক বিতরণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close