মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

  ২৪ মার্চ, ২০২৩

মুরাদনগরে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭

ছবি : প্রতিদিনের সংবাদ

কুমিল্লার মুরাদনগরে ৫৬ কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে সাতটি রামদা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ মার্চ) ভোরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে গাঁজা ও রামদাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বাঙ্গরা বাজার থানাধীন দেওড়া গ্রামের দূর্বাজ ভূইয়া ওরফে নুরুল হক (৪০), একই গ্রামের সোহেল (২৮), আরিফ (২৮), উজ্জল (২২), নুরু ভূইয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মাইজখার দক্ষিণখার গ্রামের তারেকুল ইসলাম ওরফে বাবু (২২) ও একই গ্রামের মোহাম্মদ চৌধুরী (২৬)।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে দূর্বাজ ভূইয়ার বাড়িতে তল্লাশি করে পুলিশ। এ সময় ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দূর্বাজ ভূইয়া ওরফে নুরুল হককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার হেফাজতে থাকা সাতটি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সাত জনকে গ্রেপ্তার করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দীন চৌধুরী বলেন, গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে মাদক আইনে এবং দূর্বাজ ভূইয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুরাদনগর,কুমিল্লা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close