পাবনা প্রতিনিধি

  ২৪ মার্চ, ২০২৩

সাংবাদিক মাহফুজ আলীর বিরুদ্ধে অপপ্রচার

পাবনায় বিইউজের মানববন্ধন

মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে মানহানিকর ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) পাবনা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ১২টায় পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি ডা. আব্দুস সালাম, ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি এস এম রাজা, সহ-সভাপতি নজরুল ইসলাম বাঁধন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবায়ের খান প্রিন্স, দপ্তর সম্পাদক হুজ্জাতুল্লাহ হীরা, সহকারি দপ্তর সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ। বক্তারা মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে দ্রুত গেপ্তারের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি খালেকুজ্জামান পান্নু, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম মোর্শেদ রানা, সাংবাদিক রবিউল রনি, সংগঠনের আইসিটি সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবণ, সাংবাদিক হুমায়ুন কবির, নবী নেওয়াজ, শিশির পলাশ, মেহেদী হাসান, আসিফ মাহমুদ, জিয়াউল হক রিপন, রেহেনা খাতুন, মুনিম শাহারিয়ার কাব্য, খালেদ হাসান, হুমায়ুন রাশেদ, পাবনা সাংবাদিক ফোরাম সভাপতি হাসান আলী, সাংবাদিক রফিকুল ইসলাম রনি, পাবনা সাংবাদিক ফোরামের বেড়া উপজেলা শাখার আহ্বায়ক উজ্জল হোসেন, সাংবাদিক সোহেল রানা, মাসুদ আহম্মেদ প্রমুখ।

এর আগে একই স্থানে একই দাবিতে পাবনা ক্ষুদ্র এনজিও জোটের উদ্যোগে আরও একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ক্ষুদ্র এনজিও জোটের সদস্য ও রূপা এনজিওর নির্বাহী পরিচালক মোছা. সুইটি পারভীন, সুচিতা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাছরিন পারভীন কর্ণফুলি সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুল লতিফ, উদ্দীপনা মহিলা সমিতির নির্বাহী পরিচালক মোছা. আলেয়া ইয়াসমিন। মানববন্ধনে বক্তারা বলেন একটি কুচক্রী মহল অনন্য সমাজ কল্যাণ সংস্থাসহ বিভিন্ন এনজিওর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার ও অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় পাবনার বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ও উত্তরবঙ্গের শ্রেষ্ঠ জাতীয় পুরস্কারপ্রাপ্ত একটি এনজিও অনন্যা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মাহফুজ আলী কাদেরীকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে অসত্য, বানোয়াট, বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তারের দাবি জানান তারা।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অপপ্রচার,সাংবাদিক মাহফুজ আলী,পাবনা,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close