তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
তিতাসে দুই বাড়িতে ডাকাতি, আহত ১

কুমিল্লার তিতাসে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের হুমকি দিয়ে পাশাপাশি দুই বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
কাকিয়াখালী গ্রামের প্রবাসী আবদুল কাদিরের স্ত্রী আসমা জানান, ‘রাত প্রায় আড়াইটায় ১০-১২ জনের দল ঘরে দরজা ভেঙে আমার বড় ছেলেকে বেঁধে ফেলে এবং আমাকে হুমকি দেয় তোর জিনিসপত্র কী আছে দে, না হয় তোকে আমরা ধর্ষণ করব। তখন ভয়ে আমি কানের দুল, গলার চেইন, হাতের আংটি খুলে দিই এবং কিস্তির জন্য রাখা ৩০ হাজার টাকা, ১টি ল্যাপটপ, ২টি স্মার্টফোন নিয়ে যায়।’
আবদুল মোমেন জানান, রাত আড়াইটার দিকে ডাকাত দল ভয়ভীতি দেখিয়ে ঘরে থাকা ১ লাখ ২০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও ৩টি মোবাইল নিয়ে যায়।
একই বাড়ির বাসিন্দা মাইজুদ্দিন জানান, আমার বাড়ির ওপর দিয়ে ১০/১২ জনের একটি দল যাচ্ছিল, তখন আমি জিজ্ঞাসা করলে তাদের একজন আমার বাম হাতে দা দিয়ে কোপ দেয়। তখন পাশের বাড়িতে হইচই শুরু হলে দেখে তারা পালিয়ে যায়।
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে খোয়া যাওয়া মোবাইল ফোনের সূত্রধরে তদন্ত কাজ চলছে।