ভোলা প্রতিনিধি :

  ২১ মার্চ, ২০২৩

ভোলার বোরহানউদ্দিনে কিশোরীদের কারাতে প্রতিযোগিতা

ছবি : প্রতিদিনের সংবাদ।

ভোলার বোরহানউদ্দিনে ৪০ জন কিশোরীর মাসব্যাপী প্রশিক্ষণ শেষে কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বোরহানউদ্দিন পৌরসভা মিলনায়তনে বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের আওতায় কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের অর্থায়নে প্লান ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন’ ওই প্রতিযোগিতার আয়োজন করে।

এদিন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

জেলার দৌলতখান ও তজুমদ্দিন উপজেলার ২০ জন করে ৪০ জন কিশোরী ওই প্রতিযোগিতায় অংশ নেন। বরিশাল বিভাগের কারাতে অ্যান্ড কিক বক্সিং ফেডারেশনের চিফ কোচ মো. সালাউদ্দিন ভূঁইয়া বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় ১০ জন চ্যাম্পিয়ন, ১০ জন রানার আপ ও ২০ জন দ্বিতীয় রানার আপ হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কিশোরী তাজরীন জাহানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ। আরো বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশালিস্ট মো. আমির হোসেন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের টেকনিক্যাল স্পেশালিস্ট শহীদুল ইসলাম, সুশীলনের টিম ম্যানেজার জিয়াউল হক প্রমুখ।

প্রশিক্ষণের বিষয়ে উন্নয়ন সংস্থা সুশীলনের কমিউনিকেশন কো-অর্ডিনেটর কবিবুর রহমান জানান, কিশোরীদের সক্ষমতা, আত্মবিশ্বাস ও অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে কারাতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

পিডিএস/এএমকে/কেএমএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রতিযোগিতা,কারাতে,কিশোরীদের আত্নরক্ষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close