দোহার (ঢাকা) প্রতিনিধি

  ২১ মার্চ, ২০২৩

দোহারে মানববন্ধন

বিকল্প সেতু ভাঙায় দুর্ঘটনা, ঠিকাদারের শাস্তি দাবি

ঢাকার দোহারের সেতু নির্মাণ শেষ হওয়ার আগেই বিকল্প কাঠের সেতুর ভেঙে ফেলেছেন ঠিকাদার। এতে ওই পথে চলতে গিয়ে ঘটছে দুর্ঘটনা।

সর্বশেষ গত শনিবার সন্ধ্যায় ভাঙা সেতুতে সাইকেল নিয়ে পার হওয়ার সময় এক কিশোর গুরুতর আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা।

এদিকে ঘটনার একদিন পর রবিবার দুপুরে ঠিকাদারের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন উত্তর রাধানগরের বাসিন্দারা।

ঠিকাদার দেলোয়ার হোসেন মাঝি পৌরসভা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক। দুর্ঘটনায় আহত কিশোর রানা (১৪) বিলাসপুর ইউনিয়নের উত্তর রাধানগর গ্রামের বাসিন্দা।

মানববন্ধনে অংশে নেওয়া ব্যক্তিরা জানান, সেতুটি ঠিকাদারী প্রতিষ্ঠান সুরমা এন্টার প্রাইজের কাছ থেকে কাজটি কিনে নেন দোহার পৌরসভা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি। এরপর থেকে নির্মাণকাজে ধীর গতিতে চলছে।

এদিকে বিকল্প কাঠের সেতুটি অর্ধেক ভেঙে দেওয়া হয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে বিলাসপুর ইউনিয়নের বেশির ভাগ মানুষের চলাচল। শনিবার কিশোরের আহতের ঘটনার বিচার চেয়ে প্রতিবাদ জানান তারা।

জানতে চাইলে ঠিকাদার দেলোয়ার হোসেন মাঝি বলেন, সেতুটির নিচে গাইড ওয়াল নির্মাণের জন্য বিকল্প কাঠের সেতুটি ভাঙা হয়েছে। দুর্ঘটনায় আহত কিশোরের সব ধরনের সহায়তা দেওয়া হবে এবং দ্রুত নির্মাণাধীন সেতুর চলাচল স্বাভাবিক করা হবে।

এ ব্যাপারে বিলাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ চোকদার বলেন, বিকল্প কাঠের সেতু ভাঙার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাই।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দোহার,মানববন্ধন,দুর্ঘটনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close