উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২১ মার্চ, ২০২৩
উল্লাপাড়ায় বজ্রপাতে ৬টি গরুর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে এক কৃষকের ছয়টি গরু মারা গেছে। গত রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের আটিয়ারপাড়া অ্যালংজানী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে বজ্রপাতে মাজেদ প্রামাণিকের গোয়ালঘরে থাকা বড়-ছোট মিলে ছয়টি গরুর পাঁচটি মারা যায়। বজ্রপাতের আগুনে গরুগুলো পুড়ে মারা গেছে ও আগুনে গোয়ালঘর পুড়ে গেছে। মারা যাওয়া গরুগুলোর দাম প্রায় পাঁচ লাখ টাকা হবে বলে দাবি কৃষকের।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন বলেন, এ খবর পেয়ে মোহনপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে ক্ষয়ক্ষতির বিবরণ জানানোর বিষয় বলা হয়েছে।
পিডিএস/মীর
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন