শালিখা (মাগুরা) প্রতিনিধি :
শালিখায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাগুরার শালিখায় পুকুরের পানিতে ডুবে রাবেয়া সুলতানা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ মার্চ) শালিখা উপজেলার আড়পাড়া গ্রামে (পূর্বপাড়া) এ ঘটনা ঘটে।
শিশুটি শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের রানা মোল্লার ছোট মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শিশুটি বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে খেলা করছিল। পরে কোনো এক সময় শিশুটি পানিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। আছিয়া খাতুন নামে এক প্রতিবেশী শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীদের খবর দেন। স্থানীরা শিশুটিকে উদ্ধার করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে শালিখা থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে খেলাধুলা করার সময় শিশুটি পানিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় শালিখা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। শিশুটির মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।
পিডিএস/এএমকে