পাবনা প্রতিনিধি
২০ মার্চ, ২০২৩
পাবনায় অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ
পাবনায় কিশোরীকে অপহরণ মামলার প্রধান আসামি কাউসারকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। রবিবার (১৯ মার্চ) দুপুরে সদর থানার হেমায়েতপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, জেলার পাবনা সদর থানাধীন হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর সাকিনস্থ বটতলা মোড় থেকে কাউসারকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা সদর থানার হেমায়েতপুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি পাবনা গভ. গার্লস স্কুলের সামনে থেকে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করে ওই যুবক। রবিবার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি অপহরণ মামলা করেন।
মামলার তথ্য নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধুবালা বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এদিকে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন