জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১

জয়পুরহাট সদরের গঙ্গাদাসপুর এলাকায় ফেনসিডিল জব্দসহ ফারুক হোসেন (৩০) নামের এক যুবকে গ্রেপ্তার করছে র্যাব। রবিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে সদরের গঙ্গাদাসপুর এলাকা থেকে ৩৫৩ বোতল ফেনসিডিল ও ৩ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফারুক হোসেন জয়পুরহাট সদরের গঙ্গাদাসপুর গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের একটি বড় চালান আসবে এবং আর রাতে ওই মাদক ঢাকায় বাসে করে অন্য কারো পৌঁছে দেওয়া হবে, এমন গোপন খবর জানা যায়। পরে রবিবার রাত সাড়ে ৩টার দিকে গঙ্গাদাসপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৫৩ বোতল ফেনসিডিল ও ৩ বোতল বিদেশি মদ জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মো. মোস্তফা জামান বলেন, আসামির বিরুদ্ধে জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।