পঞ্চগড় প্রতিনিধি

  ২০ মার্চ, ২০২৩

পঞ্চগড়ে রেলমন্ত্রী

‘পুন্যার্থীদের সমস্যা সমাধান হবে’

পঞ্চগড়ে বারুনী স্নান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘আগামী এক বছরের মধ্যে বারুনী স্নান মেলার এক কিলোমিটার রাস্তা পাকা, মন্দিরের অবকাঠামো উন্নয়ন, পুন্যার্থীদের বিশ্রামাগারসহ সব সমস্যার সমাধান করা হবে।’

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী সামাজিক সম্প্রতিমূলক আলোচনা সভা ও বারুনী স্নান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দীন, পুলিশ সুপার মো. এস এম সিরাজুল হুদা।

বারুনী স্নান মেলার সভাপতি পরেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণি শিখা আশা, সাবেক পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিপেন চন্দ্র রায়, বোদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম, বেংহাড়ী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাহেব আলী, কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন, কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার বাবুল প্রমুখ।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পঞ্চগড়,রেলমন্ত্রী,বারুনী স্নান মেলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close