ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
বিকাশ কর্মীর ১৫ লাখ টাকা ছিনতাই

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিনেমার কায়দায় বিকাশ কর্মীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের লক্ষ্মীমোড় ও ঘুণ্টিঘরের মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে।
বিকাশকর্মী শ্রী শুভ কুমার রায় ও বিদ্যুৎ চন্দ্র বর্মণ জানান, মোটরসাইকেলে তারা একটি ব্যাগে বিকাশের ১৫ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় লক্ষ্মীমোড় ও ঘুণ্টিঘরের মাঝামাঝি জায়গায় পৌঁছলে পেছন দিক থেকে একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা পড়ে যান। এ সময় ওই মোটরসাইকেলে থাকা তিনজনের দুজন নেমে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সাদাত মো. সায়েম জানান, ঘটনাটি শোনার পরই জরুরি সেবার কল সেন্টার ৯৯৯-এ ফোন করে সাহায্য চেয়েছি।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
পিডিএস/মীর