আকবর হোসেন, মনোহরগঞ্জ (কুমিল্লা)

  ১৯ মার্চ, ২০২৩

মনোহরগঞ্জে বেরনাইয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ

মনোহরগঞ্জে বেরনাইয়া বাজার মডেল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : প্রতিদিনের সংবাদ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বেরনাইয়া বাজার মডেল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ মার্চ) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবুল বাশার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. আল আমিন হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক মো. কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝলম উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ খাঁন রাজু, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আবদুর রাজ্জাক, আলা উদ্দিন আজহারিয়া, চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফখরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক অহিদুজ্জামান অপু, সাংস্কৃতিক সম্পাদক মীর মোশারফ হোসেন বাবুল, মির্জাপুর উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি লায়ন মহসিন খাঁন স্বপন, ঝলম উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, ফারুকুল ইসলাম, প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা আশীষ তমাল খোকন, হাসনাবাদ ডিজিটাল ল্যাবের চেয়ারম্যান রাসেল চৌধুরী, বেরনাইয়া শাহ শরিফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কাজী কামাল, বেরনাইয়া জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মোবারক হোসেন ও যুবলীগ নেতা মজিবুর রহমান হিমু।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিউল আজম বাহার, বিদ্যালয়ের পরিচালক ফরিদুল ইসলাম, আজিজুর রহমান সোহেল, শাহাদাত হোসেন, আবু বকর সিদ্দিক, খোরশেদ আলম, জসিম উদ্দিন, যুবলীগ নেতা মীর হোসেন রুবেল, ছাত্রলীগ নেতা কামরুল হাসান মিঠু, সাফায়েত হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক ও ছাত্রছাত্রীরা। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মনোহরগঞ্জ,মডেল স্কুল অ্যান্ড কলেজ,পুরস্কার বিতরণ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close