ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
মামলা প্রত্যাহারের দাবিতে ইসলামপুরে মানববন্ধন

জামালপুরের ইসলামপুরে পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন ভূক্তভোগিরা।
রবিবার (১৯ মার্চ) জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয় সড়কে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন।
এ সময় তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর ইসলামের দুর্নীতি, অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠন, নিয়োগ বাণিজ্যের প্রতিবাদ জানান। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জয়নাল আবেদীন এবং তার পক্ষের লোকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও বিদ্যালয়ে ঠিকমত পাঠদানের দাবি জানান। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, মো. রিয়াদ হোসেন, মমতাজ হোসেন ও অন্যরা। এলাকায় গণ্যমান্য হিসাবে পরিচিত এই বক্তারা বলেন, আমরা স্কুলের জন্য জমি দান করেছি অথচ প্রতিনিয়তই আমাদের অবমূল্যায়ন করা হচ্ছে। মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাহলে কি জমি দান করে প্রতিষ্ঠান তৈরি করাই আমাদের অপরাধ।
বক্তারা এসব ব্যাপারে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সমস্যাগুলোর সমাধান প্রত্যাশা করেছেন।