শরীয়তপুর প্রতিনিধি

  ১৯ মার্চ, ২০২৩

মেধাবী জাহিদের পাশে পানিসম্পদ উপমন্ত্রী

মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের জাহিদ হাসানের পাশে দাঁড়িয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। তাকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন তিনি।

এছাড়া জাহিদের ভর্তি ও লেখাপড়ার খরচসহ সার্বিক দায়িত্ব নিয়েছে উপমন্ত্রী শামীমের রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন।

জাহিদ ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ২৪০২তম হয়ে কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হুমায়ুন কবির মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পাইকবাড়ি গ্রামের কৃষক ইয়াছিন বকাউলের ছেলে জাহিদ হাসান। তার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ার খবরটি জানার পর উপমন্ত্রী শামীম তাকে অভিনন্দন জানিয়ে পরিবারের খোঁজ খবর নেন। সব কিছু জেনে তিনি জাহিদের ভর্তির খরচসহ আগামী দিনের লেখাপড়ার খরচ বহন করার আশ^াস দেন।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পানিসম্পদ উপমন্ত্রী,শরীয়তপুর,অনুদান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close