অলিউজ্জামান রুবেল, চাঁপাইনবাবগঞ্জ

  ১৯ মার্চ, ২০২৩

​​​​​​​গৃহহীনমুক্ত হচ্ছে ভোলাহাট

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গৃহহীনদের জন্য তৈরি ঘর। ছবি শনিবার তোলা

গৃহহীনমুক্ত ঘোষণা হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা। আগামী ২২ মার্চ চাঁপাইনবাবগঞ্জসহ এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের একটি পরিবারও ভূমি ও গৃহহীন থাকবে না—মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করেছে ভোলাহাট উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণমাধ্যম ও জনগণ।

শনিবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম।

তিনি জানান, ভোলাহাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট ১ হাজার ১২২টি ভূমি ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমির দলিলসহ পাকা ঘর বিদ্যুৎ, সুপেয় পানির ব্যবস্থা, রাস্তা ছাড়াও অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে। কয়েকটি স্থানে মসজিদ, স্কুল ও খেলার মাঠ নির্মাণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের প্রশিক্ষণ ও ঋণের ব্যবস্থা করা হয়েছে যাতে তারা স্বাবলম্বী হতে পারে।

তিনি আরো বলেন, এরই মধ্যে অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ পেয়ে গেছেন তাদের কাঙ্ক্ষিত ঘর। এরপরও উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে তথ্য নিয়ে দেখেছেন যেন, একটি পরিবার ও ভূমিমহীন ও গৃহহীন পরিবার না থাকে। সেই লক্ষ্যে কাজ করেছে উপজেলা প্রশাসন। উপজেলায় যারা ভূমিহীন ছিল এমন পরিবারের তালিকা করে প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর ও ২ শতাংশ জমি তাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে উপজেলা প্রশাসন। পরের ঘরে থাকার বেদনা ভুলে নিজের জায়গায় থাকতে পেরে আনন্দে আত্মহারা পরিবারগুলো প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। পরবর্তী সময়ে ভূমি-গৃহহীন পাওয়া গেলে নতুন করে গৃহ নির্মাণ করে দেওয়া হবে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাঁপাইনবাবগঞ্জ,​​​​​​​গৃহহীন,ভোলাহাট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close