ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ১৭ মার্চ, ২০২৩

ধামরাইয়ে ১০ মামলায় গ্রেপ্তার ৫৩

ঢাকার ধামরাইয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে গত তিন দিনে ১০টি মামলা হয়েছে। এসব মামলায় ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধামরাইকে মাদকমুক্ত করতে পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করেছে।

পুলিশ জানায়, ১৬টি ইউনিয়ন ও একটি পৌর শহরে পুলিশ এ বিশেষ অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবা, ৭.৩৯ গ্রাম হেরোইন, এক কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ৩.৭০ গ্রাম কোকেন উদ্ধার করেছে। অভিযানে মাদকসহ নিয়মিত মামলায় ২৭ জন ও ওয়ারেন্টভুক্ত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়ারেন্টের ২৬ জনের মধ্যে দুজন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। এদের মধ্যে একজনের এক মাসের সাজা ও একজনের এক বছরের সাজা রয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, যতদিন পর্যন্ত মাদক শূন্যের কোঠায় না আসবে ততদিন পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। ধামরাইকে শতভাগ মাদকমুক্ত করতে যা করা দরকার তাই করা হবে। ধামরাইতে কোনো মাদক থাকবে না।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধামরাই,মামলা,গ্রেপ্তার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close