মনিরামপুর (যশোর) প্রতিনিধি
‘শিক্ষার্থীদেরও স্মার্ট হতে হবে’

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরও স্মার্ট হতে হবে।’
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে যশোরের মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথের পরিচালায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার, পৌর কাউন্সিলর কামরুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।