দিনাজপুর প্রতিনিধি

  ১৬ মার্চ, ২০২৩

দিনাজপুরে বাল্যবিয়ে রোধে ক্যাম্পেইন

প্রতীকী ছবি

দিনাজপুরে বাল্যবিয়ে প্রতিরোধকল্পে জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু সুরক্ষাবিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) বেলা ১১টায় দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর এ ক্যাম্পেইন আয়োজন করে।

ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিচুর রহমান। বক্তব্য শেষে শিক্ষার্থীদের ‘বাল্যবিয়েকে না বলুন’ শপথ বাক্যপাঠ করান তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা হাসিনা বানুর সভাপতিত্বে ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, আরডিআরএস বাংলাদেশের জেলা সমন্বয়কারী ঝরনা বেগম, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাইল্ড প্রটেকশন স্পেশালিস্ট লুমনা চৌধুরী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আফজুদা পারভীন, দুরুল আনাম সিদ্দিকী, রওশন আরা ছবি, শামীম আরা বেগম প্রমুখ।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্যাম্পেইন,দিনাজপুর,বাল্যবিয়ে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close