কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

  ১৬ মার্চ, ২০২৩

কিশোরগঞ্জে ভেজাল সার কারখানা সিলগালা

নীলফামারীর কিশোরগঞ্জে ভেজাল সার উৎপাদনের দায়ে টিডি এগ্রো কেমিক্যাল নামে একটি সার কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা মালিক চন্দন কুমার রায়কে ৩০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও গভীর রাতে জরিমানার টাকা দেওয়ার পর কারখানার মালিক চন্দন কুমার রায় থানা থেকে মুক্ত হন। কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তুষার কান্তি রায় জানান, ওই সার কারখানায় ভেজাল জৈব সার উৎপাদনের বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ৩০ হাজার টাকা জরিমানা করে কারখানাটি সিলগালা করে দেন।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিলগালা,ভেজাল সার,কিশোরগঞ্জ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close