উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

  ১৫ মার্চ, ২০২৩

উখিয়ায় সড়কে ঝরল তিন প্রাণ

ছবি : প্রতিদিনের সংবাদ।

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিভি টাওয়ার ঢালুতে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ ও অ্যাম্বুলেন্স উল্টে তিনজন নিহত ও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে টিভি টাওয়ার ঢালুতে পৃথক এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম ফারদিন রাফি (২৫)। তিনি পালংখালি ইউনিয়নের থাইংখালীর ৫নং ওয়ার্ড আশার পাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে প্রেরণ করেছে প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় সংবাদকর্মী আজিজুল হক রানা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে টিভি টাওয়ার ঢালুতে ট্রাক ও পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপ চালক নিহত হওয়ার আধা ঘণ্টা পর একটি অ্যাম্বুলেন্স উল্টে মা-ছেলে নিহত হয়েছে বলে জানিয়েছেন। তবে নিহতদের পরিচয় জানাতে পারেননি।

উখিয়া হাইওয়ে পুলিশের ওসি সাইফুল ইসলাম পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উখিয়া,সড়ক দুর্ঘটনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close