কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

কালীগঞ্জে তিন দিনের বইমেলা

গাজীপুরের কালীগঞ্জে মহান ভাষা শহীদদের স্মরণে ৩ দিনের বইমেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) থেকে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এ বইমেলা শেষ হবে আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবুবকর চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাকসুদণ্ডউল-আলম খান, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত প্রমুখ।

পরে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকতা শেষে অতিথিবৃন্দ বইমেলায় মুক্তিযুদ্ধবিষয়ক, বঙ্গবন্ধুর জীবনীসহ শিশু-কিশোরদের বিভিন্ন শিক্ষামূলক বই সমৃদ্ধ অংশ নেওয়া ১৯টি স্টল ঘুরে দেখেন।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কালীগঞ্জ,বইমেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close