মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ২২ ফেব্রুয়ারি, ২০২৩

মনোহরগঞ্জে শহীদ দিবসের আলোচনা সভা

ছবি : প্রতিদিনের সংবাদ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদরাসার উদ্যোগে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, রচনা ও বক্তৃকা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মো. হুজ্জাতুল ইসলাম। মাদরাসার সহকারী শিক্ষক জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অহিদুর রহমান, সহকারী অধ্যাপক মোবারক হোসাইন, সহকারী অধ্যাপক মীর হোসেন, প্রভাষক হুমায়ুন কবির, নাছিমা আক্তার, সহকারী শিক্ষক সাবিনা আক্তার। পরে বিভিন্ন প্রতিযোুগতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ক্যাপশনঃ মনোহরগঞ্জে নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদরাসার উদ্যোগে শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাদরাসার অধ্যক্ষ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুমিল্লা,মনোহরগঞ্জ,শহিদ দিবস,আলোচনাসভা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close