চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২১ ফেব্রুয়ারি, ২০২৩

ভ্রাম্যমাণ আদালতে অভিযান

চন্দনাইশে পাঁচ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খানহাট এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্রব্যমূল্য প্রদর্শন না করা, অনুমোদনহীন পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় জালাল উদ্দীন স্টোরকে ৫ হাজার, গণি স্টোরকে ২ হাজার, টাইম আউট রেস্টুরেন্টকে ১৫ হাজার, ঢাকা মিষ্টিমুখকে ৩ হাজার ও খাজা বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জিমরান মোহাম্মদ সায়েক বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জরিমানা,চন্দনাইশ,ভ্রাম্যমাণ আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close