বেনাপোল (যশোর) প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি, ২০২৩
বেনাপোলে ৩০ হাজার ডলারসহ আটক ১

ছবি : সংগৃহীত
যশোরের বেনাপোলের একটি যাত্রীবাহী বাস থেকে ৩০ হাজার মার্কিন ডলারসহ তোফাজ্জল হোসেন (৫২) নামে এক যাত্রীকে আটক করেছে বিজিবি।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আমড়াখালি চেকপোস্টে কলকাতা থেকে ঢাকাগামী ওই বাস থেকে তোফাজ্জলকে আটক করা হয়। তার বাড়ি মুন্সিগঞ্জে বলে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল।
তিনি বলেন, সুবেদার আহাদ আলীর নেতৃত্বে আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে কলকাতা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে এক যাত্রীকে সন্দেহ হয়। এ সময় তার পায়ের জুতার মধ্যে ৩০ হাজার মার্কিন ডলার, দুটি মোবাইল জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি কলকাতা থেকে অবৈধভাবে মার্কিন ডলার বহন করছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেন। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন