রংপুর ব্যুরো

  ২০ ফেব্রুয়ারি, ২০২৩

রসিকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

রংপুর সিটি এলাকায় শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াচ্ছেন সিটি মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। ছবি : প্রতিদিনের সংবাদ

রংপুর সিটি করপোরেশন (রসিন) এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী এক লাখ ২৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে রংপুর সিটি করপোরেশনের নিজস্ব স্বাস্থ্য বিভাগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন রংপুর সিটি মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, সিভিল সার্জন ডা. শামীম আহমেদ, রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা, সচিব উম্মে ফাতিমা, প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু ও ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুল আলম।

রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. কামরুজ্জামান ইবনে তাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদ হাসান মৃধা, প্রশাসনিক কর্মকর্তা মো. নাঈম উল হক, স্বাস্থ্য বিভাগের প্রধান ও স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম, সিভিল সার্জন অফিসের ইপিআই কর্মকর্তা মোতালেব হোসেন ও রংপুর সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর শান্ত প্রমুখ।

রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৩৩ জন প্রথম সারির, সাতজন দ্বিতীয় সারির, চারজন তৃতীয় সারির সুপারভাইজার ও ৫৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কাজে নিয়োজিত ছিলেন।

এবার ছয় মাস থেকে ১১ মাস পর্যন্ত ২০ হাজার শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ নয় হাজার শিশুকে লাল রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর সিটি করপোরেশন,ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল,স্বাস্থ্য বিভাগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close