নোয়াখালী প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি, ২০২৩
নোয়াখালীতে ভিটামিন পাবে পাঁচ লাখ শিশু

ছবি: প্রতিদিনের সংবাদ
নোয়াখালীতে এ বছর ১২ থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ৮৫ হাজার ২৮৭টি ও ছয় থেকে ১১ মাস বয়সী ৫৯ হাজার ৪৩টি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। ‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুরও ঝুঁকি কমান’ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রচার অনুষ্ঠানে এ কথা জানান সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত প্রচার অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারের সভাপতিত্বে জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
২০ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই হাজার ২৮৭ কেন্দ্রে ৮৮৮ জন মাঠকর্মী ও চার হাজার ৫৭৪ জন স্বেচ্ছাসেবক ক্যাম্পেইনে দায়িত্ব পালন করবেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন