হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

  ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

হরিণাকুণ্ডুতে লালন স্মরণোৎসব

ছবি : প্রতিদিনের সংবাদ

লালন ভূমি সার্ধদ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুরে তিন দিনব্যাপী মরমীকবি লালন স্মরণোৎসব উদ্বোধন করা হয়েছে। লালন গুরু সিরাজ সাঁইয়ের মাজার সংলগ্ন হরিশপুর লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে প্রতিদিন বিকেলে শুরু হবে এ উৎসব। প্রতি বছরের ন্যায় এবারও দেশবরেণ্য শিল্পী, গবেষক, বিশিষ্টজনদের উপস্থিতে মুখরিত হয় অনুষ্ঠান।

বিদ্যালয়ের সহ-সভাপতি এবং ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঝিনাইদহ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইয়ারুল ইসলাম, হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। এ সময়ে প্রধান আলোচক হিসেবে লালন স্মরণোৎসবে আলোচনা রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার, লোক শিল্পী আব্দুল লতিফ শাহ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সার্ধদ্বিশত জন্মবার্ষিকী,লালন ভূমি,হরিণাকুণ্ডু উপজেলা,জোড়াদহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close