জয়পুরহাট প্রতিনিধি

  ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

জয়পুরহাটে সহযোগীসহ ভুয়া মেজর গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

জয়পুরহাটে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আরিফুর রহমান (৫২) ও তার সহযোগী আব্দুল গনি মণ্ডলকে (৫৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা মেসওয়েটার পদে চাকরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার জামালপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরিফুর রহমান বগুড়ার গাবতলী উপজেলার কামারচট্ট গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং আব্দুল গনি মণ্ডল সদর উপজেলার দাদরা জন্তি গ্রামের রসিক মণ্ডলের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, তারা দীর্ঘদিন ধরে ভুয়া নিয়োগপত্র দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। ২০২০ সালে চাকরি প্রার্থীর কাছ থেকে সাড়ে পাঁচ লাখ নিয়ে জাল নিয়োগপত্র দেয়, পরে ভুক্তভোগী জানতে পেরে জয়পুরহাট র‌্যাব-৫ এ অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে জাল কাগজপত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে ভুক্তভোগী জয়পুরহাট থানায় আসামিদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সেনাবাহিনী,অবসরপ্রাপ্ত মেজর,প্রতারণা,জয়পুরহাট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close