জামালপুর প্রতিনিধি

  ০৭ ফেব্রুয়ারি, ২০২৩

জামালপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

ছবি : প্রতিদিনের সংবাদ

জামালপুর সদর উপজেলার বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসক শ্রাবস্তী রায় সভা করেছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।

সভায় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সুজায়েত আলী ফকির, সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ, পিআইও আরিফুর রহমান, এলজিইডি'র সদর উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল, মেস্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু, রানাগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, ঘোড়াধাপ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম প্রমুখ।

বক্তারা ইউনিয়নের সাস্থ্যসেবা, রাস্তাঘাট, অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, টপসয়েল উত্তোলন করে ফসলি জমির ক্ষতিসাধন, সরকারি গুদামে ধানচাল সংগ্রহ, মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় রাস্তার নামকরণ ও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয় নিয়ে যার মতামত তুলে ধরেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জামালপুর,সদর উপজেলা,জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,শ্রাবস্তী রায়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close