কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

  ০৭ ফেব্রুয়ারি, ২০২৩

কলারোয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো কয়লার চুল্লি

ছবি : প্রতিদিনের সংবাদ

সাতক্ষীরার কলারোয়ায় অবৈধভাবে চলছিল পাঁচটি বৃহৎ আকৃতির চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ব্যবসা। ঘটনাস্থল উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মাঠপাড়ায়। এ খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সেখানে সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে। তখনো প্রজ্বলিত ছিল অবৈধ কয়লা কারখানার চুল্লিগুলো।

সেসময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কয়লা তৈরির ওই কারখানার পাঁচটি চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে ফায়ার সার্ভিসের টিম পানি দিয়ে জ্বলন্ত সবগুলো চুল্লির আগুন নিভিয়ে দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা জানান, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে দ্বিতীয় দফায় অবৈধভাবে কয়লা তৈরির কারখানা না করার অঙ্গীকার করায় প্রথম দফায় ক্ষমা করে দেওয়া হয়েছে। অবৈধভাবে কয়লা তৈরির কারখানা কেউ তৈরি করলে আইনগত শাস্তি ও জরিমানা করা হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাতক্ষীরা,কলারোয়া,বৃহৎ আকৃতির চুল্লি,কাঠ,কয়লা তৈরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close