কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি :

  ০৬ ফেব্রুয়ারি, ২০২৩

কসবায় শিশু হেনস্তার অভিযোগে গ্যারেজ মালিক গ্রেফতার

ছবি : প্রতিদিনের সংবাদ।

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় ঋষিপল্লীর আট বছর বয়সী এক শিশুকে হেনস্তার অভিযোগে দুলাল মিয়া (৩৮) নামের এক রিকশা গ্যারেজের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাতে রাউৎহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। হেনস্তার শিকার হওয়া ওই শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ব্রা‏হ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার হওয়া দুলাল মিয়া কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চান্দাইসার গ্রামের শহিদ মিয়ার ছেলে। তিনি রাউৎহাট বাজারে রিকশা গ্যারেজের মালিক। তাকে সোমবার দুপুরে ব্রা‏হ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল মিয়া রাউৎহাট বাজারে রিকশা গ্যারেজের ব্যবসা করেন। রাউৎহাট ঋষিপল্লীর আট বছর বয়সী এক শিশু কন্যা গত ৩ ফেব্রুয়ারি সকালে চিপস কিনতে যাওয়ার সময় দুলাল মিয়া শিশুটিকে চিপস দিবে বলে গ্যারেজে ডেকে নেয়। এ সময় তাকে জোরপূর্বক হেনস্তা করে। ঘটনাটি কাউকে বললে শিশুটিকে খুন করে ফেলার ভয় দেখায়।

পরদিন ৪ ফেব্রুয়ারি বিকালে আবারও শিশুটি দুলাল মিয়ার গ্যারেজের সামনে দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন দৌড়ে এলেও দুলাল মিয়া পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত রবিবার রাতে দুলাল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে। রাতেই পুলিশ রাউৎহাট বাজার এলাকা থেকে দুলাল মিয়াকে গ্রেফতার করেছে। সোমবার সকালে তাকে ব্রা‏হ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। এদিকে শিশুটির ডাক্তারী পরীক্ষা করানোর জন্য সোমবার সকালে ব্রা‏হ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

হেনস্তার শিকার হওয়া শিশুটির মা বলেন, তার মেয়ে চিপস কিনতে দোকানে যাওয়ার পথে গ্যারেজের মালিক দুলাল মিয়া চিপস দেয়ার কথা বলে ডেকে নিয়ে জোরপূর্বক হেনস্তা করেছে। কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়েছে তার মেয়েকে। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, শিশুটিকে পরপর দুই দিন রিকশা গ্যরেজে নিয়ে জোরপূর্বক হেনস্তার অভিযোগে শিশুটির মা বাদী হয়ে দুলাল মিয়ার বিরুদ্ধে রবিবার রাতে থানায় মামলা করেছে। রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ব্রা‏হ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কসবা,শিশু হেনস্তার শিকার,গ্রেফতার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close