সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জে গরিবদের মাঝে সেলাই মেশিন ও কম্বল বিতরণ 

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জ জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করা করা হয়েছে। এ ছাড়া শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বেলকুচি মহিলা ডিগ্রি কলেজ জেলা পরিষদের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে কম্বল দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ বিশ্বাস।

তিনি বলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদ সব সময় সরকারের বিভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। যার সুফল ভোগ করে চলেছেন এ দেশের আবাল বৃদ্ধ বনিতা। সিরাজগঞ্জ জেলা পরিষদও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং যাবে।

এ সময়ে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনিয়া সুবুর, এনায়েতপুর আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনি প্রমুখ। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদের অর্থায়নে শীতার্তদের মাঝে বেলকুচি-চৌহালী ও এনায়েতপুরের অসহায় দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে ৩ হাজার ৬০০ কম্বল বিতরণ করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close