বগুড়া প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৩

মাকে হত্যার দায়ে যাবজ্জীবন

ছবি : প্রতিদিনের সংবাদ

বগুড়ায় আলতাফুন্নেছা (৫৮) নামে এক নারীকে হত্যার ঘটনায় তার ছেলে আবু বক্করকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, আবু বক্কর নেশাগ্রস্ত ভবঘুরে। ২০১৫ সালের ১২ অক্টোবর নেশাগ্রস্ত অবস্থায় রাত ১০টার দিকে তার মা আলতাফুন্নেছাকে ভাত দিতে বলেন। আলতাফুন্নেছা তাকে বলেন তুই নিজেই ভাত নিয়ে খা। এ নিয়ে মা-ছেলের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে আবু বক্কর পাশে থাকা গাছের ডাল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এতে আলতাফুন্নেছা অজ্ঞান হয়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরদিন ১৩ অক্টোবর আলতাফুন্নেছাকে মারা যান।

এ ঘটনায় নিহতের বড় ছেলে শাহ আলম বাদী হয়ে বগুড়ার ধুনট থানায় মামলা দায়ের করেন। ২০১৫ সালের ১৬ অক্টোবর আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে রোববার রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নাসিমুল করিম হলি জানান, আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বগুড়া,মাকে হত্যা,যাবজ্জীবন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close