পাবিপ্রবি প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৩

পাবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

ছবি : প্রতিদিনের সংবাদ

‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের নেতৃত্বে একটি র‌্যালি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

গ্রন্থাগার ভবনের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, সভ্যতার মাপকাঠি হলো লাইব্রেরি। লাইব্রেরি হলো জ্ঞান সংরক্ষিত রাখার জায়গা। জ্ঞানকে সমৃদ্ধ করবে পণ্ডিত ব্যক্তিরা, পণ্ডিতরা লাইব্রেরিতে জ্ঞান আনবেন। সেই জ্ঞান আমরা নেব। গ্রন্থাগার জ্ঞানের সমন্বয়। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট গ্রন্থাগার। স্মার্ট মানে হলো যুগোপযোগী জ্ঞান, শিক্ষা, প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়া। স্মার্ট মানে আধুনিক পোশাক নয়। স্মার্ট হতে হবে কাজে, মননে, মেধায়, দক্ষতায়। স্মার্টকে ধারণ করতে গিয়ে আমাদের আসল জিনিস যেন হারিয়ে না যায়। স্মার্ট হতে গিয়ে অস্তিত্ব যেন না হারিয়ে ফেলি। স্মার্ট হতে হলে পুরাতনকে ধারণ করেই এগিয়ে যেতে হবে। আমাদের শিক্ষার্থীরা যেন স্মার্টের নেগেটিভ দিকটাকে গ্রহণ না করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাবিপ্রবি,জাতীয় গ্রন্থাগার দিবস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close