বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
দলীয় পদ হারালেন বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জুমান

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম তালুকদার জুমানকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ও বিভিন্ন কারণে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কারের ওই চিঠিতে বলা হয় যে, বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম জুমান তালুকদারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত থাকায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়। পাশাপাশি তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তা জানতে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।