
০৫ ফেব্রুয়ারি, ২০২৩
পাহাড়তলী বাজারের আগুন নিয়ন্ত্রণে

ছবি : সংগৃহীত
প্রায় এক ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে পাহাড়তলী বাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া এই তথ্য জানিয়েছেন।
মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বলেন, শনিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে আগুন লাগে ওই বাজারে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা হামিদ মিয়া।
পিডিএস/এইচএস
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন