চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি সবুজ সম্পাদক মাসুদ

অবশেষে সকল জল্পনা-কল্পনা ও অপেক্ষার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান কেরুচিনিকল শ্রমিক-কর্মচারি ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত এবারের নির্বাচনে পূনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তরুন শ্রমিকনেতা ফিরোজ আহমেদ সবুজ। সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নবমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন প্রখ্যাত শ্রমিক নেতা মাসুদুর রহমান মাসুদ। যিনি একই সঙ্গে বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনেরও নির্বাচিত সভাপতি হিসসেবে দায়িত্বরত আছেন।
নির্বাচন কমিশন কর্তৃক ফলাফল ঘোষণার পরপরই বিজয় উল্লাসে মেতে উঠে সবুজ ও মাসুদের নেতাকর্মী ও সমর্থকেরা। নির্বাচিত দুই নেতাকে ফুলের মালায় বরণ করে নেন কর্মী-সমর্থকেরা। এ ছাড়া সহ-সভাপতির দুটি পদে বিজয়ী হয়েছেন মফিজুল ইসলাম ও রেজাউল করিম। সহ-সাধারণ সম্পাদকের দুটি পদে বিজয়ী হয়েছেন মোস্তাফিজুর রহমান ও হাফিজুর রহমান।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় কেরুজ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। ভোট গ্রহণের শেষ সময় বিকাল ৩টার আগেই ভোট কেন্দ্রে প্রবেশ করে চার সংগঠনের ভোটাররা।
এদিন নেতাদের চোখের ইশারা ও বিশেষ ইঙ্গিতের মাধ্যমেই শুরু হয় ভোট দেয়ার পালা। বিকাল ৩টার আগেই ভোট গ্রহণ শেষ হয়। শুরু হয় গণনার পালা। রাত ১০টার পরে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ফিরোজ আহমেদ সবুজ (ছাতা) প্রতীকে ৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি তৈয়ব আলী (বাইসাইকেল) প্রতীকে পেয়েছেন ৪০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান (চাঁদতারা) প্রতীকে ৭০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হাসান প্রিন্স (আনারস ) প্রতীকে পেয়েছেন ৩৬০ ভোট।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ইকবাল হোসেন, প্রচার সম্পাদক পদে আ. কুদ্দুস, দফতর সম্পাদক পদে সালাউদ্দীন সনেট এবং কোষাধ্যক্ষ পদে আবু সাঈদ হোসেন বিজয়ী হয়েছেন। অপরদিকে সাতটি ওয়ার্ডের ১৫টি পদের বিপরীতে ১৫ জন সদস্য নির্বাচিত হয়েছেন।
মোট ১ হাজার ১৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন চিনিকলের মহব্যবস্থাপক (অর্থ) মুহম্মদ সাইফুল ইসলাম।
পিডিএস/এএমকে